ফারুক আহমেদ সূর্য স্টাফ রিপোর্টারঃ লালমনিরহাট
লালমনিরহাট সদর উপজেলা ও পৌর শাখার নরসুন্দর সমিতির উদ্যোগে বাদ্যযন্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডঃ মতিয়ার রহমান এঁর পৃষ্ঠপোষকতা ও জেলা পরিষদের সহযোগিতায় সদরের পাঁচটি সংঘদলকে হারমোনিয়াম, খোল, খমক ও কর্তালি অনুদান হিসেবে দেয়া হয়।
হারমোনিয়াম, খোল,খমক, কর্তালি এই চারটি মিলে একটি সেট এভাবে পাঁচটি সংঘদল পাঁচভাবে মোট ২০টি বাদ্যযন্ত্র পান।
বাদ্যযন্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পর্যায়ে সেরা বিদ্যোৎসাহী কবি ও কথাসাহিত্যিক প্রধান অতিথি ফেরদৌসী বেগম বিউটি।
শনিবার ১১ নভেম্বর ২০২৩ বিকালে বঙ্গবন্ধু পরিষদ কার্যালয়ে সদর উপজেলা নরসুন্দর সমিতির সাধারণ সম্পাদক শ্রী দিজেন্দ্রনাথ শীলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পৌর শাখা নরসুন্দর সমিতির শ্রী দুলাল চন্দ্র দেব শর্মা।
লালমনিরহাট সদর উপজেলা শাখা সভাপতি শ্রী রণজিৎ চন্দ্র শীল এঁর সভাপতিত্বে উপস্থিত ছিলেন লালমনিরহাট সদর উপজেলা শাখা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, লালমনিরহাট পৌর শাখা সভাপতি শ্রী সুরেশ চন্দ্র শীলসহ বাদ্যযন্র নিতে আসা অনেকেই সেসময় বক্তব্য রাখেন।