নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে ধুবড়িয়া আওয়ামীলীগ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করেন ধুবড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন সমূহ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম।
অনুষ্ঠানটি উদ্ভোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মো. কুদরত আলী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সদস্য ডা. সালাম প্রামানিক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. মতিউর রহমান মতি, বাবু গোপাল চন্দ্র সাহা, যুগ্ন সাধারন সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বিএমএম জহিরুল আমিন, মোকনা ইউপি চেয়ারম্যান শরীফুল ইসলাম শরীফ, উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য আতিকুল রহমান লিল্টু ও সাবেক ভিপি আল-মামুন।
এ সময় ধুবড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।