সাকিব হোসেন, টাঙ্গাইলঃ
টাংগাইলের নাগরপুরে ধলেশ্বরী নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন টাংগাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু । রোববার সকালে এলাসিন শামসুল হক সেতু ও নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নের কেদারপুর শেখ হাসিনা সেতু সংলগ্ন নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন।
এসময় টাংগাইল পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী আবু জুবায়ের, নাগরপুর থানার অফিসার ইনচার্জ মো: সাজ্জাদ হোসেন,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আনিসুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস ছবুর, আব্দুল আলিম দুলাল,উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মাহফুজ রানা এমবি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মোঃ বাবর আল মামুন,সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন,উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ আজিম হোসেন রতন, দেলদুয়ার উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক, সহ-সভাপতি এস প্রতাপ মুকুলসহ ভাঙ্গন এলাকার ক্ষতিগ্রস্থ পরিবার ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।