টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় দৈনিক মজলুমের কন্ঠের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার সকালে দৈনিক মজলুমের কন্ঠের উপজেলা প্রতিনিধি মো. এরশাদ মিয়ার সহযোগিতায় নাগরপুর কুটুমবাড়িতে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। নাগরপুর প্রেসক্লাবের সভাপতি মো. আক্তারুজ্জামান বকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান।
নাগরপুর প্রেসক্লাবের সদস্য তোফাজ্জল হোসেন তুহিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, দৈনিক মজলুমের কন্ঠের নাগরপুর প্রতিনিধি ও নাগরপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. এরশাদ মিয়ার, নাগরপুর থানার ওসি (তদন্ত) মো. জাহিদ হাসান। এ সময় নাগরপুর প্রেসক্লাবে কর্মরত সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।