, টাঙ্গাইলঃ
“ইন্টারনেটে আসক্তির ক্ষতি ” এ প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে দুই দিন ব্যাপী ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা ২০২২ উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকালে উপজেলা চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।
ভার্চুয়াল ভিডিও কনফারেন্সে উদ্বোধন করেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার জিএম ফুয়াদের পরিচালনায় আরো বক্তব্য রাখেন,সহকারি কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা,
নাগরপুর থানার তদন্ত কর্মকর্তা হাসান সরকার জাহিদ, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান সিদ্দিক প্রমুখ। ৩০ টি শিক্ষা প্রতিষ্ঠান বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশ গ্রহন করে।
এসময় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন স্থরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।