নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ-
আজ ৫ ই আগষ্ট ২০২৩ ইং তারিখে বারদী ইউনিয়নের (নুনেরটেক) দিয়ারা এলাকায় সোনারগাঁ নারায়ণগঞ্জ এ প্রজ্ঞা সলিউশনস সহযোগিতায় জীবন সন্ধানী সমাজ কল্যাণ সংস্থার বাস্তবায়নকারীর সংস্থার মাধ্যমে অনিয়মিত শ্রমিক,কৃষি ও গার্মেন্টস সেক্টর এর উপকার ভোগীদের মধ্যে জি এলপি প্রকল্পের গ্লোবাল লেবার ডিজিটাল প্লাটফর্ম কানেক্ট এ্যাপ সম্পর্কে বিষদ আলোচনা সভা হয়।যেখানে বর্তমান প্রযুক্তির সাথে তাল মিলায়ে এই এ্যাপ টিকে সাজানো হয়েছে। শ্রমিক সম্পর্কিত জ্ঞান মুলত এখানে ফোকাস
করা হয়েছে শ্রম সংক্রান্ত সমসাময়িক খবরাখবর সফলতার গল্প আইনি নিদের্শিকা সহায়িকা খুব ভালো ভাবে উপস্থাপন করা হয়েছে এবং স্বাস্থ্য ও স্যানিটেশন সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়েছে এসময় উপস্থিত ছিলেন
Sradha patnaik Sr team member Pragya Solutions
মারুফ ডিপুটি ম্যানাজার প্রজ্ঞা সলিউশন ইন্ডিয়া,জাহানারা আক্তার নির্বাহী পরিচালক জেএসএসকেএস জনরোজারিও প্রজ্ঞা সলিউশন বাংলাদেশ বাহাউদ্দীন জাকারিয়া প্রোগ্রাম অফিসার প্রজ্ঞা সলিউশন বাংলাদেশ
সাদেকুল ইসলাম কো-অর্ডিনেটর জেএসএসকেএস,মনির হোসেন গবেষক, ফারজানা আক্তার গবেষক,রুনা আক্তার, ফারজানা সহ আরো অনেকে