সুইডেনে পবিত্র কোরআন অবমাননা ও পোড়ানোর প্রতিবাদে বিরামপুরে ওলামা মাশায়েখ পরিষদের ব্যানারে শুক্রবার জুম্মার নামাজ শেষে বিভিন্ন মসজিদের মুসল্লীদের নিয়ে পৌর শহরে বিক্ষোভ মিছিল ও ঢাকা মোড়ে প্রতিবাদ সমাবেশ হয়েছে।
বিরামপুর কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা মোশাররফ হোসাইনের সভাপতিত্বে ও হাবিবপুর মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুন নুর নুরানীর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, হাফেজ মাওলানা বেলাল হোসাইন, মাওলানা মুফতি সোহরাব হোসাইন, মাওলানা আনিছুর রহমান, মাওলানা নুর ইসলাম, মাওলানা আব্দুর রউফ, মাওলানা নূরুজ্জামান, মুফতি আব্দুল হাকিম, মাওলানা নাসিম হোসাইন, হাফেজ কামাল হোসেন, মাওলানা আবু সুফিয়ান, মাওলানা মোসলেম উদ্দিন, হাফেজ মুত্তালিব সহ স্থানীয় ওলামা মাশায়েখবৃন্দ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা সুইডেনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পবিত্র ধর্মগ্রন্থ আল-কোরআন অবমাননা ও পোড়ানোর প্রতিবাদ এবং সুইডেনের সাথে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানানো সহ এ ঘটনায় দায়ী ব্যক্তি ও ইন্ধনদাতাদের কঠোর শাস্তি দাবী করেন।