এমরান মাহমুদ প্রত্যয়,(নওগাঁ)থেকে:
পবিত্র রমজান মাসে অসহায় মানুষের টিসিবির পণ্যে স্বস্তির নিঃশ্বাস।যেহেতু বাজারে নিত্য পণ্যের দাম লাগামহীন। অসহায় মানুষের আস্থা এখন টিসিবির পণ্য সামগ্রীতে।নওগাঁর আত্রাইয়ে পবিত্র মাস রমজান কে সামনে রেখে টিসিবির পণ্য বিক্রি শুরু করেছে,সরকারি বিপণন সংস্থা ‘ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ-টিসিবি’র পণ্য বিক্রয় সামগ্রীর চাহিদা বরাবরই বেশি।এবার তারই ধারাবাহিকতায় সরবরাহ কিছুটা বেশি হওয়ায়
নিম্ন আয়ের পাশাপাশি বেকায়দায় থাকা মধ্য আয়ের মানুষরাও এখন টিসিবির পণ্য সামগ্রীতে একমাত্র ভরসা ।
সরকারি নিয়ম অনুযায়ী ফ্যামিলি কার্ডের মাধ্যমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের তত্ত্বাবধানে টিসিবি পণ্য সরবরাহ করা হচ্ছে।
বুধবার(৫ এপ্রিল )সকাল থেকে উপজেলার সাহাগোলা ইউনিয়ন পরিষদ চত্বরে চিনি, ডাল,বুট,ও তৈল মেসার্স এ এন্ড এস ট্রেডিং ডিলার শ্রী সুপবিত্র ঘোষ প্রথম থেকেই টিসিবির পণ্য সামগ্রী সরবরাহ করে আসছে।
ভোক্তাদের সুবিধার্থে প্রতি মাসের নির্ধারিত দুই দিন টিসিবি পণ্য সরবরাহ করা হবে।
সুষ্ঠুভাবে টিসিবি পণ্য বিতরণের জন্য একজন ট্যাগ অফিসারসহ আনসার গ্রাম পুলিশের উপস্থিত নিশ্চিত করা হয়েছে।
টিসিবির পন্য কিনতে আসা ইউনিয়নের মিরাপুর গ্রামের মো.ফারুক উদ্দিন জানান, বর্তমানে কঠিন সময় পার করছি আমরা প্রতিটি জিনিসের দাম বেশি। বর্তমানে যে পরিমান আয় করি পরিবার নিয়ে খেয়ে পড়া খুব কষ্ট সাধ্য হয়ে পড়েছে।
তবে টিসিবির সামগ্রী বর্তমানে আমাদের মত নিম্ন আয়ের মানুষের একমাস ভরসা।
পবিত্র রমজান উপলক্ষ্যে ১ম পর্যায়ের
প্রতি লিটার সয়াবিন তেল ১১০/- টাকা, প্রতি কেজি মশুরডাল ৭০/- টাকা, প্রতি কেজি চিনি ৬০/- টাকা এবং প্রতি কেজি ছোলা ৫০/- টাকা দরে ফ্যামিলি কার্ডধারি ভোক্তা সাধারনের নিকট বিক্রয় করা হবে।
একজন কার্ডপ্রাপ্ত ভোক্তা ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মশুরডাল, ১ কেজি চিনি এবং ১ কেজি ছোলা ক্রয় করতে পারবেন। প্যাকেজ মূল্য ৪৭০/- টাকা।
এ ব্যাপারে সাহাগোলা ইউনিয়নের চেয়ারম্যান এস,এম মামুনুর রশীদ জানান,পবিত্র মাহে রমজান উপলক্ষে সরকারের পক্ষ থেকে অসহায় মানুষের আস্থা এই টিসিবি পণ্য।আমাদের এলাকায় খেটে খাওয়া মানুষের সংখ্যা বেশি। আমি সাধ্যমত চেষ্টা করি সরকার নির্ধারিত টিসিবির পণ্য অসহায় পরিবারের মাঝে বিতরণ করতে।চাহিদার তুলনায় অনুদান অনেক কম তাই এলাকার অনেকের মন রক্ষা করতে পারি না।তবুও চেষ্টা করি এলাকার অসহায় মানুষের পাশে থেকে তাদের দুঃখ দুর্দশা লাঘব করতে।