বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে পৌরসভা পশুহাট পরিদর্শন করা হয়েছে। শনিবার দুপুরে এ পশুহাট পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুজহাত তামনীম আওন।
আজ শনিবার (২৪ জুন) দুপুরে বিরামপুর পৌর পশুহাট চত্বরে উপজেলা প্রশাসন ও বিরামপুর পৌরসভা যৌথ আয়োজনে পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলীর সভাপতিত্বে সরকারি নিদের্শনা মোতাবেক পশুহাটে লবণ সরবরাহের জন্য একটি বুথের উদ্বোধন করা হয়।
এসময় বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ (ভার:) মেসবাউল হক, ভেটেনারি সার্জন আব্দুল মোমিন, দিনাজপুর দক্ষিণ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক লায়ন মোজাম্মেল হক, সাবেক পৌর কাউন্সিলর ওবায়দুল মিনহাজ, এসআই নিহার রঞ্জনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী বলেন, বিরামপুর পৌরসভা পুশহাটে আগত গরু ক্রেতা বিক্রেতা যাতে নির্বিগ্নে পশু কেনাকাটা করতে পারে সেই লক্ষ্যে হাটের নিরাপত্তা আইন-শৃঙ্খলা বাহিনী দিয়ে বাড়ানো হয়েছে। এছাড়া জাল নোট সনাক্ত করণ মেশিন স্থাপন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর উদ্যোগে বিরামপুর কোরবানির পশুহাটে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে এবং দেশের জাতীয় সম্পদ পশু চামড়া সংরক্ষণ, সঠিক নিয়মে চামড়া ছাড়ানোর বিষয়ে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি বিনামূল্যে গরু ক্রেতাদের ১ কেজি করে লবণ বিতরণ করা হচ্ছে।
ইউএনও নুজহাত তাসনীম আওন বিরামপুর পৌর পশুহাট পরিদর্শন করে, তিনি সন্তোষ প্রকাশ করে এবং পৌর মেয়রকে ধন্যবাদ জানাই। সব ধরনের সহযোগীতার আশ্বাস প্রদান করেন।