অর্পিতা দেব প্রকাশক হ্যালো বাংলাদেশ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় নর্দমার পানিতে ডুবে সালমান সাদিক (০২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২১ জানুয়ারি) দুপুরের উপজেলার পাটগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সোহাগপুর এলাকায় এ ঘটনা ঘটে । নিহত শিশু সামলান সাদিক ওই এলাকার ইকরামুল হকের (২৮) ছেলে।
স্থানীয়রা জানায়, শনিবার দুপুর ২টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের একটি নর্দমার গর্তে পড়ে যায় সালমান । পরে এলাকাবাসীরা শিশু সালমানের মরদেহ ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক, ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, বাড়ির বাইরে নর্দমার গর্তে পরে শিশু সাদিকে মৃত্যু হয়েছে। পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়।