২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি স্বতন্ত্র প্রার্থী হয়ে খেজুর গাছ মার্কা নিয়ে লালমনিরহাট পৌরসভার ১০ তম মেয়র হওয়ার গৌরব অর্জন করেন বর্তমান মেয়র রেজাউল করিম স্বপন আজ তাঁর ২ বছর পূর্ণ হলো পৌরবাসির ভালোবাসায়।
ফারুক আহমেদ সূর্য,
স্টাফ রিপোর্টারঃ প্রিয় দলের দলীয় অবহেলা ও ব্যর্থতাকে ভুলে দলমত নির্বিশেষে টানা দুই বছর পৌর চেয়ারের সঠিক ব্যবহার করে সাধারণ জনগণের কাছে দিনদিন জনপ্রিয় হয়ে উঠছেন লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন।
গতবছরের শেষের দিকে বেশ কয়েকটি উদ্যোগে শহরের চিরচেনা পুরনো রুপ টিকে পাল্টে দিয়েছেন তার ক্ষমতায় পাওয়া উন্নয়নের মাধ্যমে।
ক্ষমতা আসার পূর্ব ঘোষিত আধুনিক ও পরিচ্ছন্ন শহরের প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলনও দেখা গেছে। প্রতিদিনই নির্দিষ্ট সময়ে পৌরসভার নির্দিষ্ট পরিশ্রমি কর্মীদের উপস্থিতি চোখে পড়ার মতো।
এছাড়া পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে ড্রেন, এবং ব্যবস্থাপনার উন্নয়ন কাজ হচ্ছে ধারাবাহিক। ধীরে ধীরে সেই সব দৃশ্যমান হচ্ছে তাঁর বেশ কিছু উন্নয়ন কর্মকাণ্ডে।
কতটুকু সফল? এ প্রশ্নের জবাবে লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন বলেন, নাগরিক সেবার মানোন্নয়নে আমি লালমনিরহাট সদর পৌরবাসির কাছে দায়বদ্ধ। সেই দায়বদ্ধতার জায়গা হতে কাজ করে যাচ্ছি নিরলসভাবে, ভালো মন্দের বিচার বা সফলতার কথা প্রিয় পৌরবাসি বলতে পারবেন।