অর্পিতা দেবঃস্টাফ রিপোর্টার
পাটগ্রাম উপজেলায় শহীদ আফজাল মিলনায়তনে আজ প্রতিবন্ধী বিদ্যালয় সমূহের স্বীকৃতি ও এমপিও করনের দাবিতে ঢাকা জাতীয় শাহাবাগ চত্বরে অবস্থান কর্মসূচি উপলক্ষে লালমনিরহাট জেলা পাটগ্রাম উপজেলা শাখার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব মোঃ ইলিয়াস রাজ সভাপতি,বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ, ঢাকা।বিশেষ অতিথি ছিলেন জনাব রিমা খাতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ, ঢাকা। সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ হামিদুল ইসলাম।সভা টি আয়োজনে ছিলেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ,লালমনিরহাট জেলা পাটগ্রাম উপজেলা শাখা।একে একে বক্তব্য রাখেন পাটগ্রাম উপজেলার অধিনে প্রতিবন্ধী বিদ্যালয় সমূহের সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক সহ প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা। এ সময় তারা প্রতিবন্ধী বিদ্যালয় সমূহ স্বীকৃতি ও এমপিও করার লক্ষ্য জোড়ালো দাবি জানান।আগামী ১১ই জুন ঢাকা জাতীয় শাহাবাগ চত্বরে অনুষ্ঠিত হবে প্রতিবন্ধী বিদ্যালয় সমূহের স্বীকৃতি ও এমপিও করার লক্ষ্য কর্মসূচি। প্রস্তুতি সভায় বিশেষ অতিথি রিমা খাতুন আহবান জানান সকল প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের আগামী কর্মসূচিতে ঢাকায় শাহাবাগ চত্বরে উপস্থিত থেকে উক্ত কর্মসূচি কে বাস্তবায়ন করার জন্য। সভাপতি জনাব মোঃ হামিদুল ইসলাম বলেন নিজেদের অধিকার আদায়ের জন্য আমাদের অবশ্যই একত্রিত হতে হবে,আমাদের ১১ তারিখ এর কর্মসূচি বাস্তবায়ন করতে হবে।