স্টাফ রিপোর্টার : মাদারীপুর জেলার শিবচরের ভদ্রাসন ইউনিয়নের মোল্লা কান্দির মৃত আয়নাল মোল্লার ছেলে জহিরুল মোল্লার বিরুদ্ধে সৌদি প্রবাসীদের নিকট থেকে প্রায় ১০ কোটি নগদ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণ নিয়ে পলাতক হওয়ার অভিযোগ পাওয়া গেছে । জানা যায় টাকার অভাবে লেখাপড়া করতে না পারা অস্বচ্ছল পরিবারের সন্তান জহিরুল মোল্লা প্রথমে ঢাকায় গিয়ে জুরাইন-পোস্তগোলা এলাকায় ছিনতাই ও মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়ে । পরবর্তীতে কয়েক বছর পূর্বে ভাগ্য অন্বেষণে সৌদি আরবে চলে যায় । প্রবাসে গিয়ে স্বর্ণ চোরাচালান ও হুন্ডি ব্যবসার সাথে জড়িয়ে পড়ে । এই অবৈধ ব্যবসাকে নির্বিঘ্ন করার জন্য ধূর্ত জহিরুল "মোল্লা ট্রাভেলস এন্ড কার্গো" নামে একটি ভুয়া প্রতিষ্ঠান চালু করে । যার অন্তরালে দীর্ঘদিন যাবত জহিরুল হুন্ডি ও স্বর্ণ চোরাচালন করে আসছিল । গত ১০ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখে সৌদি প্রবাসীদের নিকট থেকে প্রায় ১০ কোটি নগদ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণ নিয়ে বাংলাদেশে এসে পরিবারের সদস্যদের নিকট জমা রেখে দুবাই পালিয়ে যায় বলে জানা গেছে । ভুক্তভোগী সৌদি প্রবাসীরা জহিরুলের নিকট আত্মীয় কয়েকজনকে ধরে নিয়ে মারধর করলে তারা ভয়ে দেশে পালিয়ে এসে জহিরুলের পরিবারের বিরুদ্ধে সামাজিক বিচার সহ থানায় অভিযোগ করে । এ নিয়ে এলাকার চাঞ্চলের সৃষ্টি হয়েছে । ভুক্তভোগীরা অবিলম্বে তাদের নগদ অর্থ, স্বর্ণ ও ক্ষতিপূরণ দাবি করে দ্বারে দ্বারে ঘুরছে । এ বিষয়ে তারা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন বলে জানা গেছে ।