ফরিদপুর জেলা প্রতিনিধি
“চলো হারাই শৈশবে” এই শ্লোগানকে ধারণ করে ফরিদপুরের সালথায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে আজ শুক্রবার বিকেল সাড়ে চারটায় উপজেলা পরিষদ চত্বরে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়।
এসময় উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-০২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু।
এ সময় উপস্থিত ছিলেন ছিলেন, সংসদ সদস্যের সহধর্মিণী শাহনাজ খুশি, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ূবী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ সেলিম মোল্লা, সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ সাদিক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। প্রথমে ঘুড়ি উৎসবের উদ্বোধন করেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু।
উদ্বোধনের পরপরই বিভিন্ন আকার,আকৃতি ও রঙ-বেরঙের বহুসংখ্যক ঘুড়িতে আকাশ ছেঁয়ে যায়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহীন বলেন, যুব সমাজকে মোবাইল ফোন, মাদকের আসক্তি ও বাল্য বিবাহ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে এ উৎসবের আয়োজন করা হয়েছে। এ উৎসব ও প্রতিযোগিতা প্রতিবছর অব্যাহত থাকবে।