ফরিদপুর জেলা প্রতিনিধি
”জেন্ডার সমতাই শক্তি নারী ও কণ্যাশিশুর মুক্ত উচ্চারণে হোক পৃথিবীর অবারিত সম্ভাবনার দ্বার উন্মোচন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে ১১ ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে এক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে গতকাল সকাল সাড়ে ১০ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর পরিবার পরিকল্পনার উপ-পরিচালক মোঃ মোজাম্মেল হক এর সভাপতিত্বে, সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পি.এ.এ।
প্রধান অতিথি তিনি তাঁর বক্তব্যে বলেন, জনসংখ্যা নিয়ন্ত্রণ না করতে পারলে তাহলে আমাদের অভিশাপে পরিণত হবে। জনসংখ্যা বৃদ্ধিতে আমাদের কর্মদক্ষতার হার কমে যাচ্ছে।
তিনি বলেন, আমাদের শারীরিক সক্ষমতা আছে কিন্তু বিদেশে গিয়ে ভাষা সমন্ধে
বুঝতে পারি না। আমাদের জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে হবে। কারণ আমরা শিকার হার পিছিয়ে আছি। আমাদের সমাজে শিক্ষাগত যোগ্যতার কারণে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। আগামী দিনে ভালো পরিবেশ তৈরি করতে ছেলেমেয়েদের ইংরেজি আরবি ভাষা বেশি বেশি চর্চা করার কথা বলেন জেলা প্রশাসক।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর ডিপুটি সিভিল সার্জন ডাঃ শাহ্ মোঃ বদরুদ্দোজা, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান।
আরো বক্তব্য রাখেন কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ আলতাফ হোসেন, হামিরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ খোকন মিয়া প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাথযাইন্ডার ইন্টারন্যাশনালের ফরিদপুর জেলা কর্মকর্তা মোঃ মাহাবুব আলম।
সভায় বক্তারা, আগামী ৯ থেকে ১১ জুলাই পর্যন্ত জেলায় ৩ দিনব্যাপী মা ও শিশু সেবা, উঠান বৈঠক, স্কুল স্বাস্থ্য শিক্ষা, মতবিনিময়, স্থায়ী ও দীর্ঘ মেয়াদি পদ্ধতি ক্যাম্প সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হবে জানান।
সভা শেষে পরিবার পরিকল্পনা সেবা প্রদানের জন্য ফরিদপুর জেলার শ্রেষ্ঠ
উপজেলা পরিষদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল অফিসার, এমসিএইচ-এফপি, ইউনিয়ন পরিষদ ও পরিবার পরিকল্পনার মাঠ পর্যায়ের কর্মীদের বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।