লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নে বিএনপির আয়োজনে দলের চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা,নিঃশর্ত মুক্তি ও দেশনায়ক তারেক রহমান এর মিথ্যা মামলার প্রত্যহারের দাবী ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে সাম্প্রতিক দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যহারের দাবীতে এবং নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্টার ১ দফা দাবীতে বিশাল কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়ন এর যোগিন বানিয়া বাড়ী সংলগ্ন ভোটমারী বিএনপির আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম সভাপতিত্বে উক্ত কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কর্মীসভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সিনিয়র বিএনপি নেতা চন্দ্রপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আক্কেল আলী মাষ্টার।
কর্মীসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির অন্যতম নেতা আহ্বায়ক কমিটির সদস্য ফারহান উদ্দিন আহমেদ পাশা ও নবীউল করিম (লেবু) সদস্য,উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মোঃ আবুল কালাম আজাদ বাবু, বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন,কালীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আঙ্গুর,সদস্য সচিব- কুদরুত ই মেহেরবান মিঠু, ছাত্রদলের কালীগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব – মোকসেদুল খান বুলবুল,কালীগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক হুমায়ুন কবির,ও সদস্য সচিব বিপ্লব হাসান রুমেল কালীগঞ্জ উপজেলা মৎস্যজিবী দলের ভাঃ সভাপতি রুবেল উদ্দিন পাটোয়ারী,সাধারণ সম্পাদক – ইমাম আলী যাদু,কালীগঞ্জ উপজেলা তাঁতিদলের সাংগঠনিক সম্পাদক – রাকিবুল ইসলাম রাকিবসহ উপজেলা- ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরা।
উক্ত সভায় কালীগঞ্জ উপজেলা বিএনপির অন্যতম নেতা ফারহান উদ্দিন আহমেদ পাশার নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিল নিয়ে উক্ত কর্মীসভায় যোগদান করেন এছাড়াও বিভিন্ন ওয়ার্ড থেকে কয়েকশ নেতা কর্মী মিছিল সহকারে যোগদান করেন।
উক্ত কর্মীসভার বক্তারা বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন, সরকার খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। সরকারের কাছে এখন জনগণ থেকে ক্ষমতা বড়। আজকের সভা থেকে শহীদ জিয়ার সৈনিকরা শপথ করছি নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠনের ১ দফা দাবী আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবনা।