খাজা রাশেদ, লালমনিরহাট।
“মুক্তির মূলমন্ত্র,ইসলামী শাসনতন্ত্র” শ্লোগানে ফিলিস্তিনে অবৈধ ইসরাইলি হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা
শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ অক্টোবর) বাদ জুম্মা শহরের ষ্টেশন সংলগ্ন মুক্ত মঞ্চ এর সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে মিশন মোড়ে এসে শেষ হয়।
পরে,
ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন
জেলা শাখার সেক্রেটারি মোঃ মোকসেদুল ইসলাম, সহ-সভাপতি হাফেজ মোঃ আজহারুল ইসলাম, জেলা শাখার সহ-সভাপতি ও লালমনিরহাট ১ পাটগ্রাম-হাতীবান্ধা আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মোহাম্মদ ফজলুল করিম শাহরিয়া,
সাংগঠনিক সম্পাদক হাফেজ রমজান গাজী, সাবেক সেক্রেটারি শফিউল্লাহ মাহমুদী,
লালমনিরহাট কেন্দ্রীয় জামেমসজিদ এর পেশ ইমাম ও খতীব আলহাজ্ব মাওলানা মোঃ আতিকুর রহমান,
জেলা শ্রমিক আন্দোলন এর সভাপতি মাহবুবুর রহমান,জেলা ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল,জেলা ছাত্র আন্দোলনের সভাপতি মোঃ মামুন ইসলাম, জেলা যুব আন্দোলন এর সাধারণ সম্পাদক হাফেজ রিয়াজ উদ্দিন
প্রমূখ।
বক্তব্যে ফিলিস্তিনিদের উপর ইসরাইলের অবৈধ হামলায় মার্কিন যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশের সমর্থন ও সহযোগীতার তীব্র নিন্দা প্রতিবাদ জানান সংগঠনের নেতারা।
এছাড়াও ইসরাইলের পন্য বর্জন সহ অসহায় ফিলিস্তিনবাসীদের সাহায্যে বাংলাদেশের পক্ষ থেকে সাহায্য-সহযোগীতার জন্য প্রধানমন্তীর প্রতি আহবান ও জানান তারা।
এসময়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাটের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ
সহ ধর্মপ্রাণ মুসলমানেরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে পবিত্র মসজিদ আল আকসা হেফাজত, ফিলিস্তিনি বাসী সহ গোটা মুসলিম বিশ্বের শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন ইসলামি আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার সহ-সভাপতি হাফেজ মোঃ আজহারুল ইসলাম।