অর্পিতা দেব স্টাফ রিপোর্টার:-
লালমনিরহাট জেলায় আদিতমারী উপজেলায় সাপ্টিবাড়ি ইউ পি কমপ্লেক্সে ৭ই নভেম্বর রোজ বৃহস্পতিবার বউ – শাশুড়ীর মেলার আয়োজন করা হয়।উক্ত মেলায় উপস্থিত ছিলেন গ্রামের ৪০ জন বউ শাশুড়ী সহ ডাক্তার খালেদ হোসাইন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা আদিতমারী, লালমনিরহাট। আরো উপস্থিত ছিলেন ডাক্তার রবিউল ইসলাম মেডিকেল অফিসার মা ও শিশু স্বাস্থ্য পরিবার পরিকল্পনা আদিতমারী, লালমনিরহাট । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার কাশেম আলী, সাবেক সিভিল সার্জন, লালমনিহাট। এছাড়াও জননী প্রকল্পের জেলা সমন্বয়কারী মইনুদ্দিন ভূঁইয়া। অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে ছিলেন মোহাম্মদ আলী মোল্লা ইসলাম এফপিআই সাপ্টিবাড়ি। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোঃ নজরুল ইসলাম অফিসার গভর্মেন্ট রিলেশন জননী প্রকল্প আদিতমারী। উক্ত মেলায় জনসচেতনতা সহ মা ও শিশুর সুরক্ষায় বিভিন্ন স্টল দেওয়া হয়। স্টল গুলোতে স্যানিটারি ন্যাপকিন সহ বিভিন্ন ডেলিভারি কিট প্রদর্শন ও ব্যবহারবিধি দিকনির্দেশনা প্রদান করেন ইউনিয়ন ভিত্তিক স্বাস্থ্যকর্মীগণ। কুইচ সহ বিভিন্ন খেলার আয়োজন করা হয় মেলাতে যার মধ্যে দিয়ে মা ও শিশুর সুরক্ষা নিশ্চিতে করণীয় দিক সমূহ জানানো হয় উপস্থিত সকল ব্যক্তিকে।এছাড়াও বউ শাশুড়ি মেলায় আগত ৪০ জন গর্ভবতী মাকে চল্লিশ টি কাঁঠাল গাছের চারা দেওয়া হয়। “বউ-শাশুড়ির অঙ্গীকার,গর্ভালীন সেবার অধিকার”এই প্রতিপাদ্য কে সামনে রেখে প্রতিষ্ঠানিক ডেলিভারি নিশ্চিত করার লক্ষ্যে জনসচেতনতা মূলক এই কার্যক্রম করা হয়।জিরো সিজারের উদ্দেশ্যে সকল বউ – শাশুড়ীকে অনুপ্রেরণা ও গর্ভকালীন সেবাশুশ্রূষার কথা জানাতেই মূলত এই জনসচেতনতা মূলক বউ – শাশুড়ী মেলার আয়োজন করা হয় বলে জানা সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।উক্ত মেলায় বউ – শাশুড়ীদের আগমনে ও অংশগ্রহণে ব্যাপক ইতিবাচক সাড়া পরে আদিতমারী উপজেলায়।