বগুড়া পৌরসভার জয়পুরপাড়া ১৭ নং ওয়ার্ড সোনারগাঁ এগ্রোফার্ম আলম শেখ মিঠু ২০ টি দেশি, শাহিওয়াল, ফিজিয়ান
গরু পালন করছেন। প্রতিদিন একটি গরুর পেছনে তার খরচ ১শ থেকে ২ শত টাকা । গরুকে তিনি খেতে দেন খৈল, ভুষি,খড়, গুড়া, ফিড ও কাঁচা ঘাস। গতবার ঈদে ভাল দাম পেয়েছিলেন। এবারও সেই আশা করছেন তিনি। তার খামারের গরু মানভেদে ১ লাখ থেকে ৫ লাখ টাকায় বিক্রি হবে।
খামারে গিয়ে দেখা যায় গরুর মাথার ওপর ঘুরছে বৈদ্যুতিক পাখা, মশা মাছির উৎপাত থেকে রক্ষার জন্য টাঙানো রয়েছে মশারি। খাবারের তালিকায় আছে বিভিন্ন ধরনের খাদ্য আর সার্বক্ষণিক চলছে চিকিৎসাসহ বিভিন্ন ধরনের পরিচর্যা। ২৪ ঘণ্টা এমন পরিচর্যা ও নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে এসব খামারে বেড়ে ওঠা গরুগুলোও হয়ে উঠছে হৃষ্টপুষ্ট ও সুন্দর।
দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজাকরণ করায় এ অঞ্চলের গরুর চাহিদা অনেক বেশি। বাজারে দেশীয় গরুর ব্যাপক চাহিদা থাকায় এ ঈদে লাভবান হবেন বলে আশাবাদী খামারিরা। তবে কোরবানি ঈদের আগে ভারত থেকে বাজারে পশু প্রবেশ করলে ক্ষতির মুখে পড়ার আশংকায় রয়েছেন।
এগ্রোফার্ম আলম শেখ মিঠু বলেন, দেশীয় জাতের গরু লালন পালন করা হয়েছে তার খামারে। সম্পূর্ণ প্রাকৃতিকভাবে এসব গরু মোটাতাজা করা হয়েছে। দেশীয় গরুর চাহিদা থাকায় এরই মধ্যে খামার পরিদর্শনে আসছেন ক্রেতারা। অনেকে খামার থেকেই গরু কিনে নেয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন।
যোগাযোগ ঠিকানা সোনারগাঁ এগ্রোফার্ম । জয়পুরপাড়া ১৭ নং ওয়ার্ড বগুড়া পৌরসভা, থানা ও জেলাঃ বগুড়া।