বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর জেলা পর্যায়ে খেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২২ অক্টেবর) সকাল ১১টার দিকে লালমনিরহাট শেখ কামাল স্টেডিয়াম মাঠে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব নুরুজ্জামান আহমেদ, এমপি।
মন্ত্রী বেলুন ও পায়রা উড়িয়ে খেলার শুভ সূচনা করেন। এরপর সাংবাদিকদের তিনি বলেন শিশুরা পড়াশোনার পাশাপাশি সাহিত্য, সংগীত চর্চা ও খেলাধুলায় এগিয়ে যাচ্ছে। এক্ষেত্রে প্রধানমন্ত্রী যে সকল উদ্যোগ নিয়েছে নিঃসন্দেহ তার তুলনা নেই। ফুটবল টুর্নামেন্টটিতে জেলার ৫ টি উপজেলার বালক ও বালিকা সহ মোট ১০টি দল অংশগ্রহণ করবে। আগামীকাল খেলার ফাইনাল ও টুর্নামেন্টটির সমাপ্ত হবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক জনাব মোঃ আবু জাফরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার সাইফুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মতিয়ার রহমান, উপজেলা চেয়ারম্যান, কামরুজ্জামান সুজন,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। খেলা দেখতে বিভিন্ন বিদ্যালয় থেকে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সহ কয়েক শতাধিক দর্শনার্থী উপস্থিত ছিল।