ষ্টাপ রিপোর্টারঃ রোববার (২৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর জাতীয় জাদুঘর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও বঙ্গবন্ধুর পরিষদের জাতীয় সাবেক সংসদ সদস্য দেশবরেণ্য বুদ্ধিজীবী বিশিষ্ট লেখক ও কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত ডাঃ এস এ মালেক এর স্মরণসভায় সভাপতি (ভারপ্রাপ্ত) বঙ্গবন্ধু পরিষদ অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এঁর সভাপতিত্বে প্রধান অতিথিঃ দেশরত্ন শেখ হাসিনা এম.পি মাননীয় প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ সামনে নিয়ে আসার ক্ষেত্রে ডা. এস এ মালেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন;
এস এ মালেকের বর্ণাঢ্য রাজনীতির বিভিন্ন দিক তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ডা. এস এ মালেক ছিলেন আওয়ামী লীগের একজন নিবেদিত কর্মী। জাতির পিতার আদর্শ নিয়েই দেশ পরিচালনা করছেন তিনি। তার লক্ষ্য ছিল উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা।