নিজেস্ব প্রতিনিধি নারায়ণগঞ্জ ঃ –
নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের দুইদিন পর একটি পরিত্যক্ত স্থান থেকে সৌরভ নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে উপজেলার কুড়িপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। শিশুটি সোনারগাঁও উলিপুরা গ্রামের সালাউদ্দিন মিয়ার ছেলে ও বন্দর রাজা মিয়ার বাড়ির ভাড়াটিয়া।
শিশুটির মা কুলসুম বেগম জানায়, মঙ্গলবার সকাল নয় টায় ঘর থেকে বেরিয়ে নিখোঁজ থাকে সে। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে মসজিদের মাইকে তাকে খোঁজা হয়। আজ সকালে পরিত্যক্ত জায়গা লাশটি পড়ে থাকতে দেখে লোকজন এসে খবর দিলে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। হত্যার সাথে যারা জড়িত তাদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান এলাকা বাসি।
অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন জানান,নিহত শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় ৪জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে.