জেলা প্রতিনিধি বরগুন!
আমতলী উপজেলা পরিষদ নির্বাচনে ১১ স্বাম্ভব্য প্রার্থী গণ সংযোগ করছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৪, ভাইস চেয়ারম্যান পদে ৪ ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৩ জন স্বাম্ভব্য প্রার্থী রয়েছে। রাত-ভর তারা গ্রাম থেকে গ্রামান্তরে গণ সংযোগ করছেন। উপজেলা সর্বত্র বইছে নির্বাচনের হাওয়া। চায়ের দোকান ও পাড়া মহল্লাসহ সর্বত্রই প্রার্থীর পক্ষে- বিপক্ষে আলোচনা সমালোচনা চলছে।
বিস্তারিত নিউজ লিংক কমেন্টে,,,