হাসান চৌধুরী, সিরাজগঞ্জ জে৭লা প্রতিদনিধিঃ
জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সংবিধান দিবস ২০২২ উপলক্ষে সিরাজগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ নভেম্বর) সকাল ১০ টায় শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও ( সদ্য পদোন্নতি প্রাপ্ত যুগ্ম সচিব) ড. ফারুক আহাম্মদ এর সভাপতিত্বে জাতীয় সংবিধান দিবস অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্য জেলা প্রশাসক ড.ফারুক আহমেদ বলেন,সংবিধান রাষ্ট্র পরিচালনার একটি দলিল। মানুষের মৌলিক অধিকার সহ ও কি কি সুবিধা রয়েছে এবং রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে তা সংবিধানে উল্লেখ রয়েছে। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সংবিধান রচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠন করে দিয়েছিলেন। তারা পৃথিবীর অন্যতম চেষ্ট এই সংবিধান রচনা করেছেন। যে সংবিধানের ১৯৭২ সালের ৪ নভেম্বর তৎকালিন গণপরিষদের মধ্যে দিয়ে এই সংবিধান অনুমোদিত হয়।এই কারনে বর্তমান সরকার এই বছর থেকে জাতীয় সংবিধান দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই সংবিধান সম্পর্কে সকলের জানা উচিত বিশেষ করে আগামী প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে এই সংবিধান জানার মধ্য দিয়ে বাংলাদেশের সুনাগরিক হতে হবে।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদার প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবদুর রউফ পান্না ও সরকারি কৌসুলি এডভোকেট আব্দুল ওহাব প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপ্রতি রায়, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ মোবারক হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশুকাতে রাব্বি, এনএসআই সহকারি পরিচালক মোঃ রাইসুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সোরহাব আলী, সহকারী কমিশনার সাবরিনা শারমিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।