অর্পিতা দেব, স্টাফ রিপোর্টার
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলা সহ বাকি ৪টি উপজেলার বাংলাদেশ গীতা পরিষদ এর নবাগত জেলার সভাপতি সাধারণ সম্পাদক ও উপজেলার সভাপতি/ সাধারণ সম্পাদকদের নিয়ে পরিচিত সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির নেত্রী বৃন্দ ও সুশীল সমাজের গুনীজনেরা। গীতা পরিষদে ছাত্র ছাত্রী বিভিন্ন সংগঠন এ নেত্রী বৃদ্ধ কে নিয়ে শনিবার (৮ জুলাই) সকাল ১০.০০
একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে আদিতমারী কাছাড়িপাড়া থেকে আদিতমারী উপজেলার আদিতমারী উপজেলা পরিষদ হলরুমে অবস্থান করেন।এরপর প্রদীপ আচার্য্য সভাপতি মন্ডলীর সদস্য চট্টগ্রাম তিনি মঙ্গল প্রদীপ জ্বালিয়ে দেন।দুপুরে ২.১৫ মিনিট লালমনিরহাট আদিতমারী উপজেলা পরিষদ মিলনায়তনে, বাংলাদেশ গীতা পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও লালমনিরহাট জেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন জনাব নুরুজ্জামান আহমেদ মাননীয় সমাজকল্যাণ মন্ত্রী।অনুষ্ঠানের উদ্বোধন করেন কেন্দ্রীয় গীতা পরিষদের সাধারন সম্পাদক শ্রী বিজন কান্তি ধর, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন , গীতা পরিষদেরর কেন্দ্রীয় কমিটি সভাপতি শ্রী বিজয় চন্দ্র দাশ। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন সভাপতি মন্ডলীর সদস্য চট্টগ্রাম শ্রী প্রদীপ আচার্য্য।জেলা গীতা পরিষদের সভাপতি পরেশ চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ভেলাবাড়ী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী,সাধারন সম্পাদক রফিকুল আলম,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীল কমল রায় ও সম্পাদক তপন কুমার ঘোষ।স্বাগত বক্তব্য রাখেন গীতা পরিষদ, লালমনিরহাট জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি শ্রী জগন্নাথ ঘোষ। অভিষেক অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন গুনীজনদের উত্তরীয় পড়িয়ে ও ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা দেওয়া হয় সনাতনধর্মের প্রধান ধর্মগ্রন্থ গীতা উপহার দেওয়া হয় গুনীজনদের।স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে গীতা পাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়। গান, নৃত্য, গীতা পাঠ ইত্যাদি অনুষ্ঠানে মধ্যে দিয়ে পালিত হয় এই সুন্দর মনোমুগ্ধকর অনুষ্ঠান টি। গীতা পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে আরো উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া ব্যক্তিবর্গ।প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ বলেন ধর্ম এমন এক জিনিস যেটা ব্যক্তি থেকে
কখনো আলাদা করা যায় না। বক্তব্য কালে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের নামে যারা অপকর্ম করার চেষ্টা চালাচ্ছেন তাদের প্রতিহত করার কথা বলেন। কোনো সন্ত্রাসীর জায়গা নেই আওয়ামী লীগে এবং সব শেষে তিনি গীতা পরিষদের সকল সদস্যদের বলেন আপনাদের কোনো কাজে আমার সহযোগিতা প্রয়োজন হলে আমাকে জানাবেন।