নিজস্ব প্রতিবেদকঃ
সারা বাংলাদেশের ৬৪ টি জেলা ও বিশ্বের ১০টি দেশ নিয়ে গঠিত সুনাগরিকদের বৃহৎ শক্তিশালী সংগঠন "বাংলাদেশ সাইবার কমিউনিটি"। আমরা জাতির জনকের প্রকৃত আদর্শে উজ্জীবীত এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। আমরা মানুষের জীবনের নিরাপত্তা বিধান করা ও তাদের মৌলিক অধিকার আদায়ের জন্য আইনি সহায়তাকারী একটি মানবিক প্রতিষ্ঠান। শান্তিপ্রিয় মানুষের উপর অন্যায়ভাবে নাস্তিক, কাফের বলা, অমানবিক গুজব অপপ্রচার প্রতিরোধের জন্য আমরা দীর্ঘদিন ধরেই দুঃসাহসিক কাজ করছি। আমরা কার্যকর আইন প্রয়োগের মাধ্যমে সমাজ থেকে নারী নির্যাতন প্রতিরোধে কাজ করছি ও অসহায় শিল্পীদের জীবনের নিরাপত্তা বিধান করছি। এই মানবিক কাজে সহযোগিতার জন্য সারা বাংলাদেশে আমাদের সংগঠনে ৫০০ জন বিজ্ঞ আইনজীবী আছেন। যারা আমাদের সন্মানিত সদস্যদের বিনামূল্যে আইনি সহায়তা দিচ্ছেন। আসুন, আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুজবমুক্ত একটি নিরাপদ বাংলাদেশ নির্মান করি। সেলক্ষ্যে আপনারা আমাদের সুনাগরিকদের সংগঠন "বাংলাদেশ সাইবার কমিউনিটি'র" একজন সন্মানিত সদস্য হিসেবে যোগ দিবেন আশাবাদী।