ফারুক আহমেদ সূর্য, স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ স্কাউটস লালমনিরহাট রেলওয়ে জেলার ব্যবস্থাপনায়, লালমনিরহাট স্টেশনে যাত্রীসেবা কার্যক্রম পরিচালিত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ জুলাই) সকালে বাংলাদেশ স্কাউটস লালমনিরহাট রেলওয়ে জেলার ব্যবস্থাপনায়, লালমনিরহাট স্টেশনে যাত্রীসেবা কার্যক্রম পরিচালিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস লালমনিরহাট রেলওয়ে জেলার সহসভাপতি ও ডিইও লালমনিরহাট পূর্ণেন্দু দেব, বাংলাদেশ স্কাউটস লালমনিরহাট রেলওয়ে জেলার সহসভাপতি ও বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ্ আল মামুন,এটিও লালমনিরহাট মোঃ ফারুকুল ইসলাম মানিক, বাংলাদেশ স্কাউটস লালমনিরহাট রেলওয়ে জেলার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, বাংলাদেশ স্কাউটস লালমনিরহাট রেলওয়ে জেলার রোভার লিডার মোঃ নাজমুল ইসলামসহ দৃশ্যমান যাত্রীসেবায় এতে অংশগ্রহণ করেন বাংলাদেশ স্কাউটস লালমনিরহাট রেলওয়ে জেলার রোভার ৪০জন সদস্য এবং যাত্রীসেবায় বিশেষ ভূমিকাও পালন করেন তারা।