তন্ময় দেবনাথ
রাজশাহী জেলা প্রতিনিধি।
রাজশাহীর বাঘা উপজেলার থানা মোড়ে অত্যাধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ খন্দকার ডেন্টাল কেয়ার এর শুভ উদ্ভোধন করা হয়েছে। সোমবার বাদ আসর মিলাদ মহফিল ও দোয়ার মধ্যে দিয়ে খন্দকার ডেন্টাল কেয়ার এর উদ্ভোধন করা হয়।
পরে চেম্বারের সত্ত্বাধিকারী ডা. খন্দকার মোহাইমিনুর রহমান (মেয়র) উদ্ভোধনী অনুষ্ঠানে আসা অতিথিদের দাঁতের চিকিৎসার মধ্য দিয়ে চেম্বারের কার্যক্রম শুরু করেন।
এ সময় সাবেক চেয়ারম্যান খন্দকার মনোয়ারুল ইসলাম মামুন, মা ক্লিনিক এর পরিচালক মাইনুল ইসলাম দিপু, আলহাজ্ব মাওলানা সুলতান হোসেন, বাঘা রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক এম ইসলাম দিলদার সহ স্থানীয় দোকান মালিকগন উপস্থিত ছিলেন।
ডা. খন্দকার মোহাইমিনুর রহমান (মেয়র) বিডিএস ডিগ্রী সম্পন্ন করে বাঘা উপজেলায় মা ক্লিনিকে ২০১৮ সালের আগষ্ট মাস থেকে ২০২২ সালের জুলাই পর্যন্ত দীর্ঘ ৫ বছর অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে দাঁত ও মুখের চিকিৎসা দিয়েছেন।
এখন থেকে তিনি তার নতুন চেম্বারে সপ্তাহে রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত রোগী দেখবেন। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি, তবে যোগাযোগ সাপেক্ষে জরুরী রোগী দেখবেন।
” খন্দকার ডেন্টাল কেয়ার ” অত্যাধুনিক জীবানুমুক্ত যন্ত্রপাতি দ্বারা দাঁতের সবধরণের চিকিৎসা করা হয় বলে জানিয়েছেন।
চেম্বারের উদ্ভোধনকালে গণ্যমান্য ব্যক্তিবর্গ জানান, বর্তমানে স্বাস্থ্যক্ষেত্রে ব্যপক উন্নয়ন হয়েছে। অত্যাধুনিক যন্ত্রপাতি দ্বারা দাঁতের সবধরণের চিকিৎসা ডা. খন্দকার মোহাইমিনুর রহমান (মেয়র) শুরু করেছেন। এতেকরে মফস্বল এলাকার মানুষ দাঁতের প্রকৃত চিকিৎসা সেবা পাবে বলে মনে করি। ডাক্তার সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে স্বাস্থ্যক্ষেত্রের উন্নয়নকে তরান্বিত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।