তন্ময় দেবনাথ
রাজশাহী জেলা প্রতিনিধি
আজ বৃহস্পতিবার ১৯ জানুয়ারি বাঘা উপজেলার বলিহার কালি মন্দির প্রাঙ্গণে সন্ত্রাসী মিলনের বিচারের দাবিতে মানব বন্ধন করেন এলাকা বাসি।
মিলনের বিরুদ্ধে যানা যায় যে,
দিনে দুপুরে মানুষের জমি থেকে ফসল উত্তোলন গাছের আমপারা বাড়ি থেকে ইট বালু চুরি করা সহ এমন কোন কাজ নাই যেটা মিলন সংখ্যালঘু হিন্দু পরিবারের উপর দিয়ে করে না সেই সংখ্যালঘু হিন্দু পরিবারের লোকজন অত্যাচারে অতিষ্ঠ হয়ে আজ বেলা চারটার দিকে সন্ত্রাসী মিলনের বিরুদ্ধে মানববন্ধন শুরু করে।
সূত্র মতে আজ সকাল সাতটার দিকে নিয়তি সরকার নামের এক বিধবা অসহায় হিন্দু মহিলার জমিতে খেসারির শাক কাটছিলেন মিলন। সে খবর পেয়ে নিয়তি রানী জমিতে গিয়ে মিলনকে নিষেধ করলে মিলন তার উপর চড়াও হয় এবং এক পর্যায়ে তার শাড়ির আঁচল ধরে টান দেয় তার গলায় দেশীয় অস্ত্র ধরে এবং সর্বশেষে বিধবা মহিলা চিৎকার শুরু করলে এলাকাবাসী যাওয়ার আগে তার গলা দুহাত দিয়ে চেপে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা করে। এ খবর পেয়ে এলাকাবাসী দ্রুত ছুটে গেলে মিলন পালিয়ে যায় এবং নিয়তি সরকারকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ বিষয়ে কে কেন্দ্র করে বাঘা থানায় একটি মামলা দায়ের করা হয় বাঘা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাদ্দাদ হোসেন জানায় মিলনকে ধরার জন্য দুবার গাড়ি পাঠানো হলেও মিলনকে পাওয়া যায়নি।