তন্ময় দেবনাথ
রাজশাহী জেলা প্রতিনিধি।
রাজশাহীর বাঘায় অভিনব কৌশলে মাদক পাচারের সময় ১০০ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী জিয়াকে আটক করেছে পুলিশ।সোমবার (৯জানুয়ারি) রাতে বাঘা উপজেলাধীন চন্ডিপুর (তিনখুটি) নামক স্থান থেকে ফেন্সিডিল সহ তাকে আটক করা হয়।
জানাযায়, পাকুড়িয়া ইউনিয়নের জোতকাদিরপুর গ্রামের মুনসুর আলীর ছেলে জিয়া (৪০) দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে যুক্ত। ভারত থেকে আমদানি কৃত ১০০ বোতল মাদক দ্রব্য ফেন্সিডিল ৯ জানুয়ারি রাতে নিজ এলাকা থেকে অভিনব কায়দায় অন্যত্র পাচারের সময় চন্ডিপুর (তিনখুটি) নামক স্থান থেকে বাঘা থানা পুলিশের হাতে আটক হয় সে। এছাড়াও মাদক ব্যবসায়ী জিয়ার নামে আগে থেকেই ৪/৫টি মাদক মামলা রয়েছে।
এবিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, অভিনব কৌশলে অন্যত্র পাচারের সময় ১০০ বোতল ফেন্সিডিল সহ জিয়া নামের একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী কে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে। আগামী কাল তাকে জেল হাজতে পেরন করা হবে।