তন্ময় দেবনাথ
রাজশাহী জেলা প্রতিনিধি।
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর এলাকা থেকে এক চোরকে আটক করেছে এলাকাবাসী। সোমবার (২৩ জানুয়ারি) দুপুর ২টায় কুশাবাড়িয়া গ্রামে সাবেক আনসার কমান্ডার সামছুল ইসলাম এর বাড়িতে চুরির সময় তাকে আটক করা হয়।
স্থানীয় ভাবে জানাযায়, ২দিন ধরে বাড়ির মালিক রাজশাহী মেডিকেলে ভর্তি আছেন এবং বাড়াটি তালা মারা অবস্থায় রয়েছে। সেই সুযোগে বাড়িতে চোর প্রবেশ করে এবং চুরি করার সময় এলাকাবাসীর হাতে ধরা পড়ে ।এলাকাবাসীরা চোরকে আটক করে বাঘা থানা পুলিশ কে খবর দেই এবং তারা ঘটনার স্থলে আসেন। পরবর্তীতে চোরকে পুলিশের হাতে সোপর্দ করি। প্রাথমিক জিজ্ঞাসা বাদে আটককৃত শরিফুল ইসলাম নাটোর জেলা স্টেশন বাজারের বাসীন্দা বলে জানান তারা।
বিষয়টি বাঘা থানার উপ পরিদর্শক (এস আই) বলরাম ঘোষ নিশ্চিত করেছেন।
এই বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজ্জাদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনার স্থলে পুলিশ পাঠিয়ে আটককৃত চোরকে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।