তন্ময় দেবনাথ প্রতিনিধি।
বাঘা উপজেলাধীন আড়ানী ইউনিয়ন ৬নং ওয়ার্ডের কটার মোড়ে মোঃআবুল হোসেনের বাড়ির গোয়ালঘরে আগুন ধরে। বৃহস্পতিবার (১৫ই জুন) রাত্রি আনুমানিক ১-৩০মিঃ অগ্নিকান্ডে ৫টি গরু১টি ছাগল পুরে মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যায়।
স্থানীয় এলাকা বাসি ও মোঃ আবুল হোসেন জানায়,রাত্রি প্রায় ১-৩০ ঘটিকায় আমার বাড়ীর গোয়ালঘরে দাউদাউ করে আগুন জ্বলছে। আমার চিৎকার ও চেচামেচিতে এলাকাবাসী ছুটে এলে তাদের সহযোগিতায় পানি বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ততক্ষনে আমার গোয়ালে থাকা ৫ টি গরু ও ১ টি ছাগল আগুনের লেলিহান শিখা হতে রক্ষা করতে পারিনি।
এবিষয়ে বাড়ি মালিক আবুল হোসেন জানান,গরুর ঘরে প্রতিদিনের মত মসা তারানোর জন্য গবরের ঘুটের আগুন দেওয়া হয়েছিল। ঐ আগুন থেকেই গোয়াল ঘরে গুরুগুলো পুরেযায় মৃত্যু হয়েছে।এতে করে আমার প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।