তন্ময় দেবনাথ রাজশাহী জেলা প্রতিনিধ
,আজ ২৬ নভেম্বর ২০২২,শনিবার আড়ানী শ্রীমৎ কৃষ্ণ প্রসন্ন ক্ষ্যাপা বাবার আশ্রম কর্তৃক আয়োজিত,সমগ্র দেশে সনাতন ধর্মালম্বীদের মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও সংস্কার শীর্ষক প্রকল্পে আওতায় বাঘা ও চারঘাট উপজেলার নবনির্মিত শশ্মান ও মন্দিরসমূহের শুভ উদ্বোধন অনুষ্ঠিত,অনুষ্ঠানে হারান চন্দ্র হালদারের সভাপত্তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের প্রাণপ্রিয় মানুষ, বিশিষ্ট শিল্পপতি,ক্রীড়া সংগঠক,সমাজসেবী,আড়ানী-বাঘা-চারঘাট তথা রাজশাহী বিভাগের সফল,সৎ ও জনদরদী,রাজনীতিবিদ,বাংলাদেশ আওয়ামী লীগের বাঘা-চারঘাটের মাননীয় সদস্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল পররাষ্ট্র প্রতিমন্ত্রী মাননীয় আলহাজ্ব মোহাম্বদ শাহরিয়ার আলম, এমপি মহোদয়।
আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে মঞ্চ উপবিষ্ট রয়েছেন – মাননীয়,
শ্রী তপন কুমার সেন ট্রাস্টি,হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্মবিষক মন্ত্রণালয়।
মাননীয়, আশরাফুল ইসলাম বাবুল,সাধারণ সম্পাদক,বাংলাদেশে আওয়া লীগ, বাঘা,উপজেলা শাখা।
মাননীয়, মোহাম্বদ মুক্তার আলী, মেয়র আড়ানী পৌরসভা।
মাননীয় মোহাম্বদ সাজ্জাদ হোসেন,
মাননীয়,মতিউর রহমান(মতি) সহাপতি,আড়ানী,পৌর আওয়ামীলীগ আড়ানী।
মাননীয়,মোহাম্বদ, রিবন আহম্মেদ বাপ্পী, সাধারণ সম্পাদক, আড়ানী পৌর আওয়ামী লীগ আড়ানী।
মাননী,রামগোপাল সাহা,সভাপতি,বাংলাদেশ হিন্দু -বৌদ্ধ-খ্রিষ্টান-ঐক্য পরিষদ, বাঘা উপজেলা।
মাননীয়,শ্রী সুজিত কুমার পান্ডে (বাকু), সহাপতি,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ,বাঘা উপজেলা শাখা।
মাননীয়,সঞ্জয় কুমার দাস, প্রধান শিক্ষক, আড়ানী মনোমোহিনী সরকারী উচ্চ বিদ্যালয়।