জাহানারা আক্তার স্টাফ রিপোর্টারঃ-
শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা এই প্রতিপাদ্যে বান্দরবান জেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক অধিদপ্তর অন্যন্যা কল্যাণ সংগঠন একে এস যৌথ উদ্যেগে ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার সকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বান্দরবান জেলার সকল উর্ধতন কর্মকর্তা ও বিভিন্ন এনজিওর প্রতিনিধি এবং কিশোরী। ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিকাল ৪টার সময় পর্যটন নীলাচলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকসহ সরকারি কর্মকর্তা,এনজিও প্রতিনিধি এবং বিভিন্ন সম্প্রদায়ের জনগোষ্ঠীর প্রতিনিধি।
আলোচনা সভায় বক্তারা বলেন, ‘নারীরা এখন আর কোন কাজে পিছিয়ে নেই। সকল ক্ষেত্রে তারা অগ্রণী ভূমিকা পালন করছে। আমাদের প্রধানমন্ত্রী, সংসদের স্পিকার সহ একাধিক নারী মন্ত্রী রয়েছে। আগামী দিনে নারীর অগ্রযাত্রার প্রতিবন্ধকতা, বাল্য বিয়ে, যৌতুক, ইভটিজিংসহ সকল অসঙ্গতি দূর করে সুন্দর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।