ঝিনাইদহ জেলা প্রতিনিধি
ঝিনাইদহের দুই আসনের সাবেক এমপি ও জাতীয়বাদী দলের উপদেষ্টা মশিউর রহমানের জ্যেষ্ঠ পুত্র, জাতীয়বাদী দলের কেন্দ্রীয় ড্যাব সদস্য -মোহাম্মদ ইব্রাহিম রহমান (বাবু)। ঝিনাইদহ ছাত্রদলের সহ সভাপতি মোঃ আরাফাত হোসেনের পিতা মৃত জোমাত মন্ডলের আত্মার মাগফিরাত কামনাই মান্দিয়াতে আসেন। এবং জোমাত মন্ডলের কবর জেয়ারত শেষে মান্দিয়া, চুলকানি বাজার সহ কয়েকটি এলাকার জনসাধারণের সাথে সাক্ষাৎ সহ আগামীতে পিতার শন্য স্থান পুরনের বিষয়ে কিছু দিক নির্দেশনা পিতার অনুসারীদের থেকে গ্রহন করেন।
এবং আপনাদের দোওয়া ও ভালোবাসা থাকলে আমি আগামীতে ধানের শীষ মার্কায় নির্বাচন কোরবো বলেও জানান। আমি দেশ ও দশের সেবাই নিয়োজিত থাকতে চাই,
আমি আমার জেলার মানুষের মুখে হাসি দেখতে চাই, ভিক্ষুক মুক্ত,স্মার্ট ঝিনাইদহ বানাতে চাই। রাস্তাঘাট নির্মান, বিদ্যালয়, সহ বেশ কিছু অফিসে আমার বাবার যেমন অবদান আছে তেমনি আমিও রাস্তাঘাট সহ সকল উন্নয়নের লক্ষে অবদান রাখতে চাই।
ইব্রাহীম রহমান (বাবু) আরও জানান আমি আমার বাবার, যায়গা পুরন করতে চাই, আমি আমার বাবা ও ঝিনাইদহ ২ আসনের সকলের সপ্ন পুরনের আশায় সামনে এগিয়ে যেতে চাই, এবং আপনাদের দোয়া ও ভালোবাসা থাকলে আমি অবশ্যই সপ্নপুরন কোরতে সক্ষম হবো ইনশাআল্লাহ।