কে-পপ বিটিএস ব্যান্ড সদস্য জিন (কিম সিওকজিন) ফ্যাশন জগতেও প্রবেশ করতে চলছে। বিটিএস ব্যান্ডের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সদস্য জিনও বিখ্যাত কার্টিয়ার ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হয়ে কাজ করতে যাচ্ছেন। জিন কার্টিয়ার ব্র্যান্ডের সাথে চুক্তিতে স্বাক্ষর করলে, তবে তিনিই হবেন শেষ বিটিএস সদস্য যিনি বিলাসবহুল ব্র্যান্ডের সাথে বড় ধরনের কাজ করবেন। এ ছাড়াও, কে-পপ তারকাদের বেশ কয়েকটি ইভেন্টে কার্টিয়ার ব্র্যান্ডের ঘড়ি পরতে দেখা গিয়েছে।
সম্প্রতি হাইপবিস্টের একটি ইনস্টাগ্রাম পোস্ট থেকে জানা গিয়েছে, ‘জিন, বর্তমানে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীতে বাধ্যতামূলক প্রশিক্ষণে আছেন। তাকে কার্টিয়ার ব্র্যান্ডের রাষ্ট্রদূত হিসেবে দেখা যাবে’। হাইপবিস্টের এই পোস্টটি অনলাইনে অল্প সময়ের মধ্যেই ছড়িয়ে পড়ে।
বিটিএস সদস্য জিন বর্তমানে সামরিক বাহিনীতে সৈনিক হিসেবে দায়িত্ব পালন করছেন। কিছুদিন আগেই বিটিএসের দশমবার্ষিকী উদযাপনের সময়, জিন সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের উদ্দেশে একটি চিঠি লিখেছিলেন। তিনি ভক্তদের সঙ্গে দশমবার্ষিকী উদযাপনের অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারার জন্য ক্ষমা চেয়েছিলেন।
উল্লেখ্য, এর আগেও বিটিএস ব্যান্ডের বাকি ছয় জন সদস্য একের পর এক বিলাসবহুল ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। বিটিএসের লিডার কিম নামজুন (আরএম) বোতেগা ভেনেতার অ্যাম্বাসেডর। এ ছাড়াও, সুগা ভ্যালেন্টিনোর, জুং হোসেওক (জে-হোপ) লুই ভিটনের, পার্ক জিমিন টিফানি এবং ক্রিশ্চিয়ান ডিওরের, কিম তাইহিয়ুং (ভি) সেলিনের এবং জিওন জাংকুক (জেকে) ক্যালভিন ক্লেইনের অ্যাম্বাসেডর হয়ে কাজ করছেন।