অর্পিতা স্টাফ রিপোর্টারঃ-
রংপুর বিভাগে ৮ টি জেলার মধ্যে লালমনিরহাট জেলা একটি অন্যতম বর্ডার এলাকা। লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে বিজিবিদের আটককৃত সাড়ে ৪ কোটি টাকার মাদক আজ সকালে ধ্বংস করা হয়। এতে প্রশংসায় পঞ্চমুখ বিজিবি লালমনিরহাট জেলার সকল সদস্য। লালমনিরহাট জেলায় ভারতীয় বর্ডার খুব কাছে হওয়ায় খুব সহজেই মাদক চোরাচালান করে মাদক ব্যবসায়ীরা। লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে ফেনসিডিল,গাজাসহ প্রায় সাড়ে ৪ কোটি ৪৭ লক্ষ ১৯ হাজার টাকার মাদক আটক করে বিজিবি। ২৭-০৯-২০২৩ রোজ বুধবার সকালে লালমনিরহাট বিজিবি প্রশিক্ষণ মাঠে এসব মাদকদ্রব ধ্বংস করা হয়। এসময় প্রধান অতিথি হিসাবে অতিরিক্ত মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ এবং রংপুর সেক্টর কমান্ডার উপ-পরিচালক কর্নেল মোহাম্মদ ইয়াছির জাহান হোসেন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ তার বক্তব্যে বলেন বিজিবি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দেশ ও জাতি গঠনেও কাজ করছে। চোরাচালান রোধ,মাদককারবারীদের আটকসহ সীমান্তবাসীদের জন্য সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছে। তাছাড়া সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকানো ও সীমান্ত হত্যা বন্ধে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে। লালমনিরহাট জেলায় এ খবর প্রকাশ পেলে সাধারণ জনগন সহ সমাজের সচেতন মহল বিজিবিদের এই সুন্দর কাজের প্রশংসা করছেন।