মোঃ ফারুক হোসাইন, জেলা প্রতিনিধি লালমনির হাট।
আবারো এক ধাপ এগিয়ে "কে এস মিউজিক জোন" এর ব্যানারে নতুন একটি জনপ্রিয় গান নিয়ে হাজির হলেন জনপ্রিয় গীতিকার রাজিব হাসান মাটি। তিনি এর পূর্বে "গাঁজা" ১ ও ২ শিরোনামে দুইটি গান লিখেছেন নিজ কণ্ঠে গেয়েছেন সেই সঙ্গে নিজেই মডেল করে ব্যাপক সারা পেয়েছেন তিনি।
তাই আবারো নতুন একটি গান উপহার দিলেন "কেমনে তুইলা থাকি বেঈমান তোরে” শিরোনামে। গানটিতে কণ্ঠ দিয়েছেন
জনপ্রিয় কণ্ঠশিল্পি এস এ আপন কথা ও সুর- রাজিব হাসান মাটি, মিউজিক আহমেদ সজিব, সম্পাদনায় আর ডি
এক্স নিশাদ, ভিডিও ডিরেক্টর সাইফুল ভূঁইয়া, গানের হিরোর চরিত্রে অভিনয় করেছেন মাহিন খান ও শাকিব সিকদার,
হিরোইন চরিত্রে অভিনয় করেছেন। শিক্ষা ও ভাবনা শেষ। ক্যামেরায়ায় ছিলেন। এম কে মোশারফ ও মেকাপে ছিলেন।
সিকেন্দার আলী। "কেমনে ভুইলা থাকি বেঈমান তোরো গানটি শুনতে ঘুরে আসুন ks music zone ইউটিউব চ্যানেলে।
মাহিন খান, শাকিব সিকদার, শিক্ষা ও ভাবনা শেষ এর অসাধারণ অভিনয়ে ফুটে হয়েছে ভালোবাসায় ব্যার্থ হলে মানুষ
কতটা কষ্ট অনুভব করে তা।
রাজিব হাসান মাটির লেখা জনপ্রিয় কণ্ঠশিল্পি ইমন খানের কণ্ঠে রুপা মন ভাঙ্গতে জানিস গড়তে জানিস না” সিরাজ খানের করে জান পাখিটা উরে গেছে" শাহিন চৌধুরীর করে কেনো ভুলে গেলি তুই" শিরোনামের গানগুলিতেও ব্যাপক সারা পেয়েছেন তিনি।
মিনি সামনে যেন আরও ভালো কিছু উপহার দিতে পারেন সে কামনা করেছেন তিনার শ্রোতা ভজনের মাঝে। তিনি সকলের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চান গান তোদের মনে।