দিনাজপুরের বিরামপুর উপজেলায় জাতীয় সংবিধান দিবস ২০২২ যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে।
শুক্রবার (৪ নভেম্বর) সকাল ১০.০০ ঘটিকায় বিরামপুর উপজেলা প্রাঙ্গণে জাতীয় সংবিধান দিবস ও আলোচনা সভা উদযাপিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, বিরামপুর পৌরসভা মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, বিরামপুর থানা অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত, বিরামপুর প্রেসক্লাব সভাপতি আকরাম হোসেন, বিরামপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, এ্যাডভোকেট মওলা বকস, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গণ, বিরামপুর উপজেলা সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/ শিক্ষিকা মন্ডলী প্রমুখ।
উপজেলা প্রশাসনের সকল উক্ত দিবস আলোচনা সভায় বক্তারা বলেন,বাংলাদেশে সকল নাগরিক গণ কে দেশের সংবিধান সম্পর্কে জানা প্রয়োজন। সংবিধান দিবস সম্পর্কে বাংলাদেশে বসবাস কারী সকল কে অবগত হওয়া উচিত, এই নিয়ে বিশদ আলোচনা করা হয়।