স্টাফ রিপোর্টার (দিনাজপুর)
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (৫ আগষ্ট) সকাল ১০.০০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসমিন আওনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বঙ্গবন্ধুর পরিবারের নির্মম হত্যাকান্ডের ঘটনাবলী নিয়ে শোকাবহ এই আগস্ট মাসকে স্মৃতিচারণ করে বিশদ আলোচনায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মুরাদ হোসেন, বিরামপুর সার্কেলের এসএসপি মঞ্জরুল ইসলাম, উপজেলা ভাইস-চেয়ারম্যান মেজবাউল ইসলাম, উম্মে কুলসুম বানু, থানার (ওসি) সুব্রত কুমার সরকার, বিরামপুর সরকারি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ অদ্বৈত কুমার অপু, মহিলা কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মেজবাউল হক, এছাড়াও অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাওসার আলী,যুব উন্নয়ন কর্মকর্তা জমিল উদ্দিন মন্ডল, মৎস্য কর্মকর্তা কাওসার আলী,১নম্বর মকুন্দপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম,৫নম্বর বিনাইল ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর বাদশা, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
পরে যুব উন্নয়ন কর্তৃক বিভিন্ন জনের মাঝে ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বঙ্গবন্ধুর পরিবারের সকল শহীদদের বিদায়ী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।