স্টাফ রিপোর্টার (দিনাজপুর)
বিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী ও দিনাজপুর
শিক্ষাবোর্ডের সেরা শিক্ষাপ্রতিষ্ঠান আদর্শ হাইস্কুলের উদ্যোগে ২৫ জুন (রোববার) প্রতি বছরের ন্যায় ২০২৩ ইং সালে প্রকাশিত “মেধা বিকাশ আদর্শ’২০২৩” নামে বার্ষিক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মুহাদ্দিস ডক্টর এনামুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মোড়ক উন্মোচন করেন বিরামপুর উপজেলা
পরিষদের ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী মন্ডল, উপজেলা এ্যাকাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিরামপুর মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মেসবাউল হক, বিরামপুর পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধানশিক্ষক আরমান আলী, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, সাংবাদিক এএসএম আলমগীর, গংগাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, আদর্শ হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক মোকছেদ আলী চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানের বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও অভিভাবক এবং গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।