দিনের প্রথম খেলায় উদ্ভিদবিজ্ঞান বিভাগকে ১-০ গোলে পরাজিত করেছে পদার্থবিজ্ঞান বিভাগ।
রবিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে আটটায় প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মো: নূরুল আলম এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।
উদ্বোধনী মাচে ১-০ ব্যবধানে জয়ী হয় পদার্থবিজ্ঞান বিভাগ। উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিপক্ষে পেনাল্টিতে গোল করে দলকে জয় উপহার দেন ৫০ তম আবর্তনের তালহা।
এ সময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো: মনজুরুল হক, প্রতিযোগিতা পরিচালনা কমিটির আহবায়ক অধ্যাপক বশির আহমেদ, ভারপ্রাপ্ত প্রক্টর আ. স. ম. ফিরোজ-উল-হাসান, শারীরিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত পরিচালক বেগম নাছরীন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।