নরসিংদী জেলা
স্বনামধন্য রাজনৈতিক পরিবারে বৌ বিশিষ্ট শিল্পপতি নরসিংদী চেম্বার-অব-কমার্স এর ভাইস প্রেসিডেন্ট আনিসুর রহমান ভূইয়ার সহধর্মিনী এবং নরসিংদী জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিলকিস বেগম কে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত করা হয়েছে।
(১৬ জুলাই) রবিবার বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশক্রমে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এর স্বাক্ষরিত মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটিতে বিলকিস বেগম কে উক্ত পদে নির্বাচিত করা হয়েছে।
মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য পদে বিলকিস বেগম অনুভূতি প্রকাশ করতে গিয়ে জানান, সর্বপ্রথম আমি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগষ্ট ঘাতকের বুলেটে নিহত বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্য ও ৩ নভেম্বর জেল হাজতে জাতীয় ৪ নেতাসহ ১৯৭১ সালের শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সময়ে আওয়ামীলীগের মৃত্যুবরণকারী নেতাকর্মীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
কৃতজ্ঞতা জানাচ্ছি মহিলা আওয়ামী লীগের সর্বোচ্চ অভিভাবক সকলের প্রিয় ও শ্রদ্ধাভাজন ব্যক্তি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি। বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এবং সংগ্রামী সাধারণ সম্পাদক শবনম জাহান শিলা আপার প্রতি। এছাড়াও কেন্দ্রীয় আওয়ামীলীগ ও মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
দেশবাসীর কাছে দোয়া চাই আমার উপর অর্পিত দায়িত্ব যেন মুজিব আদর্শের সাথে পুঙ্খানুপুঙ্খভাবে পালন করে মহিলা আওয়ামী লীগ কে শক্তিশালী একটি সংগঠনে পরিণত করতে পারি।