শাকিল মন্ডল রাঙ্গামাটিঃ
দূর্গম পাহাড়ে রাঙামাটির জেলার বরকল উপজেলা ভূষনছড়ার নবাগত " ভূষনছড়া আইডিয়াল কলেজ " এর একাডেমিক ভবন শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার(১৭ অক্টোবর) সকাল ১১টায় বরকল উপজেলার ভূষনছড়া আইডিয়াল কলেজের এর স্থায়ী কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন, ভূষনছড়া আইডিয়াল কলেজ এর পরিচালনা কমিটি।
ভূষনছড়া আইডিয়াল কলেজের পরিচালনা কমিটির সদস্য আব্দুল জলিল এর সঞ্চালনায়, বরকল উপজেলা নির্বাহী অফিসার,ও ভূষনছড়া আইডিয়াল কলেজ এর সভাপতি মোঃ জুয়েল রানা এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রাঙামাটি জেলা প্রশাসক জনাব মোঃ মিজানুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটির জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান বলেন, দূর্গম পাহাড়ে এই কলেজ দেখে খুবই আনন্দিত। এছাড়া কলেজের নতুন ফান্ডের জন্য ১লাখ টাকা অনুদান, কলেজের যাবতীয় ফার্নিচার দেওয়া, এবং এই দূর্গম পাহাড়ে যে কারেন্ট নাই সেটা কীভাবে এনে দেওয়া যায় সে ব্যপারে আমি উপর মহলে সাথে কথা বলে চেষ্টা করবো। এবং এবারের এইচএসসি পরিক্ষার্থীর পাসে থাকার আশ্বাস দেন। সবশেষে তিনি বলেন, বরকলে প্রতিটি মানুষের জন্য রাঙামাটির জেলা প্রশাসকের দরজা খোলা থাকবে, আপনাদের পাসে রাঙামাটি জেলা প্রসাশক আছে।
ছোট হরিনা ১২ বিজিবি জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মহাদয় মেজর নাজমুল সাকিব পলাশ বলেন, ভূষনছড়া আইডিয়াল কলেজ এর শুরু থেকে ১২ বিজিবি জোন পাসে রয়েছে এবং সামনের দিনগুলোতে ও এই কলেজের পাসে থাকবে ১২ বিজিবি ছোট হরিনা জোন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছোট হরিনা ১২ বিজিবি জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মহাদয় মেজর নাজমুল সাকিব পলাশ, আরো উপস্থিত ছিলেন, রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব আল-মামুন, এবং বরকল উপজেলা পরিষদ চ্যায়ারম্যান জনাব বিধান চাকমা, ও বরকল থানার অফিসার্স ইনচার্জ জনাব নাসির উদ্দীন, ভূষনছড়া আইডিয়াল কলেজের সদস্য সচিব মোঃ মিজানুর রহমান সহ্ স্থানীয় চ্যায়ারম্যান, মেম্বার, গণমাধ্যমকর্মী, সহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।