ময়মনসিংহ তারাকান্দা উপজেলার ৮ নং কামারিয়া ইউনিয়নের কাশিগঞ্জের সাধুপাড়া গাঙ্গিনাপাড় মোড় থেকে বাঘমারা পযন্ত ২ কিলোমিটার ২১ পয়েন্ট রাস্তা ও সুবলিয়াপাড়া হাজী শামসুদ্দিন দাখিল মাদ্রাসা পযন্ত ২ কিলোমিটার রাস্তা মোট ৪ কিলো ২১ পয়েন্ট রাস্তার কাজে নিম্নমানের অভিযোগ উঠেছে ।
সরেজমিনে দেখা যায় কাঁদামাটির সাথে শুরকি মিশিয়ে রাস্তা নির্মাণ করা হচ্ছে। স্হানীয় লোকজন ঠিকাদার মো: আতিকুর রহমান তারা এবং কামারিয়া ইউপি চেয়ারম্যান আজাহারুল ইসলামের নিকট অনিয়ম ও নিম্নমানের কাজের অভিযোগ করেছেন।
স্হানীয়রা জানান ইউনিয়ন আওয়ামীলীগের একজন নেতার দাপটে তারা কিছু বলতে পারছেন না। তাই ঠিকাদার নিজের খুশী মতো কাজ করছেন।
এ বিষয়ে ঠিকাদারের নিয়োগকৃত সাইড ম্যানেজার আব্দুল আজিজ এর নিকট জানতে চাইলে তিনি বলেন, সাহেব যে ভাবে বলেছেন সেই ভাবেই তিনি কাজ করছেন ।
স্হানীয় সাধুপাড়া গাঙ্গিনাপাড় মুদিদোকানদার আনোয়ার হোসেন (৫০), সুরুজ আলী সরকার (৭০), ও ইসলামপুর গ্রামের রুহুল আমিন (৩৬),আজিজুল হক (৩০),আবু চাঁন (৩৫),ইউসুফ আলী (৪০) এবং স্হানীয় শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন তারা রাস্তা নির্মাণে অনিয়ম হচ্ছে বলে চেয়ারম্যানের সাথে কথা বলেছেন কিন্তুু তাতে কোন কাজ হয়নি ।
যে ভাবে কাজ করা হচ্ছে তা খুব নিন্মমানের মালামাল দিয়ে করা হচ্ছে। তারা সিডিউলে যেভাবে নির্মাণের নির্দেশ রয়েছে সেই ভাবে কাজ করার জন্য দাবী জানান।
ঠিকাদার মো: আতিকুর রহমান তারা’র সাথে কথা বললে তিনি জানান সঠিক নিয়মে কাজ হচ্ছে । স্হানীয় ইউপি চেয়ারম্যান আজাহারুল ইসলামের সাথে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি।
এ কাজের বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্হানীয় জনসাধারন।