লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাবেক সংসদ মরহুম, আলহাজ্ব মুজিবুর রহমান, এমপির বাড়িতে এক মত বিনিময় সভার আয়োজন করেছে তার পুত্র সন্তান গন ।
মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল ১০টায় অবঃ ব্রিগেডিয়ার শামীম কামাল তার নিজস্ব বাসভবনে আদিতমারী- কালীগঞ্জ উপজেলার তার বাবা মরহুম আলহাজ্ব মুজিবুর রহমান এমপির সহকর্মী সহযোদ্ধা ও সাধারণ মানুষ কে নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এসময় মরহুম আলহাজ্ব মুজিবুর রহমান এমপির সহযোদ্ধারা বলেন, কালীগঞ্জে-আদিতমারী- ২ আসনের দীর্ঘ ৩৫ বছরের এমপি ছিলেন তিনি, ন্যায় নিষ্ঠাবান নম্র-ভদ্র আদর্শবান গর্বিত মানুষ ছিলেন তিনি ।
তিনি মারা যাওয়ার পর তার শূন্যতা এখনো আমাদের হৃদয় বয়ে যায়। তার কৃতিত্ব কখনোই ভুলার মতো নয়। তিনি জনগণের শিখর থেকে শীকর অবধি সুসম্পর্ক রাখার কারণে বার বার নির্বাচিত হয়েছেন। তাই আমরা বিশ্বাস করি তার জনসমর্থনের ধারাবাহিকতায় তার পরিবার থেকে যদি জাতীয় নির্বাচনে কোন প্রার্থী হয়ে থাকে আমরা অবশ্যই তাকে সমর্থন করবো।
সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে ব্রিগেডিয়ার শামীম কামাল বলেন, সাধারন জনগন ও আমার বাবার অনুসারীরা আমাকে জাতীয় নির্বাচন করার জন্য প্রস্তাবনা দিচ্ছেন। পারিবারিক সিদ্ধান্ত ও জনগণের সমর্থন থাকলে জাতীয় নির্বাচন করতে পারি।।