কালীগঞ্জ উপজেলার উত্তরবঙ্গের বড় হাট শুক্রবার চাপারহাট দূর দুরান্তর থেকে ক্রেতাওবিক্রেতা যার যার নিত্য প্রয়োজনীয় পণ্য। ক্রয় এবং বিক্রয় করেন কাঁচামালের তড়ি-তরকারি মোটামুটি সহনশীল দামে পাওয়া গেলেও মরিচ কাঁচা মরিচ ক্রেতার কেনার স্বাধের বাহিরে। কাঁচা মরিচের বাজার আজ ২৫০ গ্রাম মরিচের দাম ৩৫ টাকা, তরকারি রান্নার একমাত্র ভরসা মরিচ সেই মরিচের বাজার বেশি হওয়ায় মনে কষ্ট নিয়ে মনির নামে এক লোক বলে সব বাজার করলাম কাঁচা মরিচের বাজার করলাম না। এত বেশি কাঁচা মরিচের দাম হবে এটা ধারণার বাহিরে। হ্যালো বাংলাদেশের প্রতিনিধি চাপারহাট মনিটরিং কাঁচা বাজারে করে জানতে পারলাম পার্শ্ববর্তী এলাকায় মরিচ পাওয়া যাচ্ছে না দূর-দূরান্তর থেকে বালুঝরি কাঁচামরিচ সংগ্রহ করি তাই দাম বেশি সামনে রমজান মাস মরিচের বাজার কি হবে আমাদের জানা নাই/তবে কাঁচা বাজার দোকানদার বলে তরকারি এবং মরিচ মোটামুটি আমদানি হবে। দামও কমবে।