ফারুক আহমেদ সূর্য স্টাফ রিপোর্টারঃ লালমনিরহাট
শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। শুরুর দিনে সদর উপজেলার হারাটি ইউনিয়ন পরিষদে অবস্থিত হযরত শাহ কবির (রা:) মাজারে জিয়ারতের মাধ্যমে সংসদীয় আসন ১৮ লালমনিরহাট সদর ৩ আসনের নৌকা মার্কা প্রার্থী অ্যাড. মতিয়ার রহমান তার নির্বাচনী প্রচারণা শুরু করেন
গত সোমবার (১৮ ডিসেম্বর ) সন্ধার পর জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতি ও দোয়ার মাধ্যমে শুরু হয় নির্বাচনী প্রচার প্রচারণা। মাজার জিয়ারতের পর হারাটি ইউনিয়নের ফড়িং এর দিঘি বাজারে সাধারন মানুষের সাথে মতবিনিময় শেষে নৌকা মার্কার পক্ষে ভোট চান সংসদ প্রার্থী মতিয়ার রহমান। প্রচারণায় ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন বাদল, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খান, হারাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সিরাজুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান (অস্থায়ী) তাহমিদুল ইসলাম বিপ্লব, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, শ্রমিক লীগের আহবায়ক কাজী নজরুল ইসলাম তপনসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন সেসময়।