ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার:: মহেশখালী উপজেলার উপ দ্বীপ মাতারবাড়ীতে ঘুর্ণিঝড় সিত্রাং তান্ডবে ক্ষতিগ্রস্থ জনগণকে ত্রান বিতরণ করছে এমএ হান্নান ফাউন্ডেশন বাংলাদেশ এর ত্রাণ বিতরণ সম্পন্ন হয় ৷
২৪ অক্টোবর(সোমবার) দিবাগত রাতে ৬নং বিপদ সংকেতের মধ্য দিয়ে ঝড় ও বাতাসের মধ্যে শেষ হয় ৷ এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি কিন্তু বাড়ীঘরের অনেক ক্ষয়ক্ষতি সহ ধান ক্ষেত, কলা বাগান নষ্ট হয়ে যায় ৷ এর সূত্রধরে মাতারবাড়ীতে ক্ষতিগ্রস্থ ১৫০ পরিবারের পাশে এমএ হান্নান ফাউন্ডেশন বাংলাদেশ এর ত্রাণ বিতরণ করেন বিশিষ্ট ব্যবসায়ী ও প্রবাসী মোহাম্মদ ইয়াসিন ৷
এম এ হান্নান ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান সৈয়দ মাহফুজ হান্নান এর নির্দেশক্রমে ফাউন্ডেশনের সহ সভাপতি মোহাম্মদ ইয়াসিন ক্ষতিগ্রস্থ ১৫০ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন (chrw) এর মহেশখালী উপজেলার সভাপতি গিয়াস উদ্দিন শাহিন, মাতারবাড়ির পীরসাহেব কেবলার বড় সাহেবজাদা মোকাদ্দেন নূর, সাবেক এম.ইউ.পি আনসারুল করিম, (CHRW) এর মহেশখালী উপজেলার সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ তারেক ও সফিউল আলমসহ মান্যগণ্য ব্যাক্তিবর্গ ৷