ফারুক আহমেদ সূর্য, স্টাফ রিপোর্টারঃ লালমনিরহাট জেলায় মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের মানববন্ধন,ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন বাংলাদেশ শিক্ষক সমিতি ( BTA) লালমনিরহাট জেলা শাখার সভাপতি জনাব খুরশীদুজ্জামান আহমেদ ও সাধারণ সম্পাদক আব্দুল মজিদ মন্ডল।সোমবার (১৩ মার্চ) বেলা ১১টার দিকে বাংলাদেশ শিক্ষক সমিতি লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি
অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট জেলার ৫টি উপজেলা (পাটগ্রাম,হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী, ও লালমনিরহাট সদর) বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় হতে আগত সহস্রাধিক শিক্ষকের অংশগ্রহণে জেলা পরিষদ (পুরাতন) মিলনায়তন সংলগ্ন শিক্ষক সমিতির অফিস থেকে বিশাল একটি র্যালিটি বের হয়ে মিশনমোড় চত্বরে এ মানববন্ধন হয়।
র্যালিটি শহরের মিশনমোড় সড়ক প্রদক্ষিণকালে লালমনিরহাট শহরের মিশনমোড় চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন শেষে পুনরায় মিছিলটি শ্লোগান দিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যান এবং
শিক্ষক নেতৃবৃন্দ তাদের দাবি দাওয়া সম্মেলিত একটি স্মারকলিপি লালমনিরহাট জেলা প্রশাসক জনাব মোহাম্মদ উল্যাহ’র মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর পেশ করেন।
মানববন্ধনে মিশনমোড় চত্বরে জড়ো হয়ে আন্দোলনরত শিক্ষকরা মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ সহ শিক্ষকদের দাবি-দাওয়া আদায়ের পক্ষে যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতি লালমনিরহাট জেলা শাখার সভাপতি জনাব খুরশীদুজ্জামান আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ মন্ডল, হাতীবান্ধা উপজেলা শাখার সভাপতি মজিবর রহমান,কালীগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি নুর ইসলাম, আদিতমারী উপজেলা শাখার সভাপতি আ.স.ম রওশন নবী মোহন ,লালমনিরহাট সদর উপজেলা শাখার সভাপতি খায়রুজ্জামান মন্ডল বাদল, সহকারী শিক্ষক পাটগ্রাম সাইদউর রহমান স্বপন।আরও উপস্থিত ছিলেন ভোকেশনাল শিক্ষক সমিতি, বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার সভাপতি জনাব সরওয়ার মোরশেদ। যুগ্ম সম্পাদক সদর বাংলাদেশ শিক্ষক সমিতি ও যুগ্ম সম্পাদক লালমনিরহাট জেলা আন্দোলন বাস্তবায়ন কমিটির জনাব রাশেদুজ্জামান মিলু’র সঞ্চালনায়
এই আন্দোলনের
বক্তারা মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের ১ দফা দাবি বাস্তাবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জোর দাবি জানান।